হল না মেসি-বার্সেলোনা চুক্তি! কিন্তু কেন? কী রয়েছে নেপথ্যে? কিসের সমস্যা?
Friday, August 6 2021, 5:50 am
 Key Highlights
Key Highlightsলিয়োনেল মেসিকে আর খেলতে দেখা যাবে না বার্সেলোনার হয়ে। এক মুহূর্তে ৯৯ শব্দের বিবৃতিতে শেষ হল ২১ বছরের সম্পর্ক। জার্সি নম্বর ১০, মেসির ঝুলিতে রয়েছে ৮১০টি ম্যাচে ৬৮৩ গোল, ১০টি লা লিগার খেতাব, ৭টি কোপা ডেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার রেকর্ড একনিমেষে অতীত হয়ে গেল। স্প্যানিশ লিগ কর্তৃপক্ষের নয়া নিয়ম অনুযায়ী, 'প্রতিটি ক্লাবকে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে তাদের ফুটবলারদের বেতন দিতে হবে। কাউকে আকাশ ছোঁয়া পারিশ্রমিক দেওয়া যাবে না।' এই নিয়মের ফলে মেসিকে অর্ধেক বেতনেও তারা সই করাতে পারবে না।
-  Related topics - 
- খেলাধুলা
- লিওনেল মেসি
- ফুটবল

 
 