আধিপত্যের ধারণা বদলে যাচ্ছে আফগান ঝঞ্ঝায়, এই সঙ্কটের মোকাবিলা করতে পারবে কি ভারত?
Saturday, August 21 2021, 12:01 pm
Key Highlights
কোনও দেশে আর্থিক স্থিতাবস্থা বজায় রাখতে গেলে এক আধিপত্যবাদীর শাসন কায়েম হওয়া প্রয়োজন বলে জানিয়েছিলেন অর্থনীতির ইতিহাসবিদ চার্লস কিন্ডলবার্গার। তাঁর এই ‘আধিপত্যবাদী স্থিতাবস্থার তত্ত্ব’ পরবর্তী কালে বৃহত্তর অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যবহৃত হতে শুরু করে। এমনকি, অনেক সময়ে অর্থনীতির সীমানা ছাড়িয়েও তা প্রসারিত হয়। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ব্রিটেনের অর্থনীতি পতনমুখী হয়ে পড়ে এবং সেই সময় আমেরিকাও বিচ্ছিন্নতার নীতি অনুসরণ করে। আমেরিকার তরফে তখন বিশ্বের উপর প্রভুত্ব করার কোনও ইচ্ছাই দেখা যায়নি। সেই সময় থেকে আমেরিকানরা নিজেদের এবং বিশ্ববাসীকে বলতে থাকে যে, বিগত ৭৫ বছরে বিশ্বব্যবস্থার ছাঁচ তাদেরই নির্মাণ। তাদের এই বক্তব্যে যথেষ্ট সত্যতা ছিল।
- Related topics -
- আন্তর্জাতিক
- আফগানিস্তান
- ভারত
- আফগান
- চিন