PBKS vs MI | ভারত-পাক যুদ্ধের আবহে হিমাচল থেকে সরল ম্যাচ, পাঞ্জাব বনাম মুম্বাই ম্যাচ হবে কোথায়?

Wednesday, May 7 2025, 2:26 pm
highlightKey Highlights

হিমাচল প্রদেশের ধরমশালা থেকে সরে গেল পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। চলতি IPL-এ এই ম্যাচটা হওয়ার কথা ছিল ১১ মে দুপুর সাড়ে তিনটে থেকে।


যুদ্ধের দামামা বেজেছে। বুধবার ভোররাতে 'অপারেশন সিঁদুর' এর মাধ্যমে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর ও পাকিস্তানের মোট ৯টি জায়গায় হামলা চালিয়ে শতাধিক জঙ্গিদের খতম করেছে ভারতীয় সেনা। বন্ধ করা হয়েছে ভারতের একাধিক বিমানবন্দর। এদিকে ১১মে দুপুর সাড়ে তিনটে থেকে হিমাচল প্রদেশের ধরমশালাতে পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ হওয়ার কথা ছিল। পাকিস্তান বর্ডার থেকে ধরমশালা স্টেডিয়াম ৬০ কিলোমিটার দূরে হওয়ায় এই ম্যাচের স্থান পরিবর্তন করলো কতৃপক্ষ। ধরমশালার বদলে ম্যাচটি এবার হবে মুম্বইতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File