LAC | লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে কাটছে জট, পূর্ব লাদাখে ভারত ও চিনের সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু
Friday, October 25 2024, 11:36 am
Key Highlights
ইতিমধ্যেই পূর্ব লাদাখে ভারত ও চিনের সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
প্রায় পাঁচ বছর পরে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় টহলদারি নিয়ে জট কাটতে চলেছে ভারত ও চীনের মধ্যে। সূত্রের খবর, ইতিমধ্যেই পূর্ব লাদাখে ভারত ও চিনের সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ২০২০ সালে শুরু হওয়া 'ফেসঅফে'র সময়ে যে সব অস্থায়ী তাঁবু বা স্থাপত্য সেখানে ছিল, সেই সব খোলার বা সরানোর কাজ শুরু হয়েছে। ডেপসাং এবং ডেমচকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করতে এক সপ্তাহের মতো সময় লাগতে পারে বলে জানা গিয়েছে।