Kolkata Market | আনাজ ও ডালের দাম কমলেও, কলকাতার বাজারে চিন্তা বাড়াচ্ছে চাল ও সর্ষের তেলের দাম!
Thursday, March 27 2025, 9:40 am

শহর কলকাতা ও শহরতলি এলাকার বাজারে অধিকাংশ আনাজ ও ডালের দাম কমলেও, চিন্তা বাড়াচ্ছে চাল ও সর্ষের তেলের দাম।
শহর কলকাতা ও শহরতলি এলাকার বাজারে অধিকাংশ আনাজ ও ডালের দাম কমলেও, চিন্তা বাড়াচ্ছে চাল ও সর্ষের তেলের দাম। চলতি মাসে লুজ় মুগ ডালের দাম কিলো প্রতি ৫ থেকে ১০ টাকা কমেছে। মসুর ডালের বিভিন্ন গ্রেডের ক্ষেত্রে দাম কমেছে কিলো প্রতি দাম ৫, ৭ ও ১০ টাকা অবধি। সবথেকে বেশি প্রায় ৫০ টাকা কিলোতে কমেছে অড়হর ডালের দাম। কিন্তু সর্ষের তেলের ১ লিটারের প্যাকেটের দাম ১৬০ টাকার আশেপাশে ঘুরছে। তবে রাজ্যে আলু ও পেঁয়াজের রেকর্ড উৎপাদন রাজ্যবাসীকে স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।
- Related topics -
- শহর কলকাতা
- অর্থনীতি
- অর্থনৈতিক
- খাদ্য
- খাদ্যের গুনাগুন