Gold Price Hike | প্রেমের মরশুমে ফের দর বাড়ালো হলুদ ধাতু, আজ কলকাতায় সোনার দাম কত ?

Thursday, February 13 2025, 7:04 am
highlightKey Highlights

প্রেমের সপ্তাহে একদিনের জন্য সোনার দাম কমলেও, আজ ফের বাড়ল সোনার দাম।


প্রেমের মরশুমে কিছুটা কমেই ফের দর বাড়ালো হলুদ ধাতু। আজ, ১৩ই ফেব্রুয়ারি শুক্রবার কলকাতায় ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৯৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ৯৮ হাজার টাকা। একদিনেই বেড়েছে ৪০০০ টাকা। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ ৮ হাজার ৭০৫ টাকা, ১০০ গ্রামের দাম ৮ লক্ষ ৭০ হাজার ৫০০ টাকা। একদিনে দাম বেড়েছে ৩৮০০ টাকা। রুপোর দর অপরিবর্তিত, ১০০ গ্রাম ৯ হাজার ৯৫০ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File