R G Kar | 'জরুরি পরিস্থিতি'..বিকেলের পরেও তরুণীর ময়নাতদন্তের জন্য ফরেন্সিক বিভাগের প্রধানকে চিঠি দিয়েছিলো টালা পুলিশ
জরুরি পরিস্থিতি এবং কয়েকটি বিশেষ ইস্যুতে বিকেল চারটের পরেও ময়নাতদন্ত করার আর্জি জানিয়েছিল পুলিশ।
আরজিকর ঘটনায় এবার সামনে এসেছে এক চিঠি (সত্যতা যাচাই করেনি বেঙ্গলBYTE)। জানা গিয়েছে, টালা পুলিশের তরফে আরজিকর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ফরেন্সিক বিভাগের প্রধানকে এই চিঠি পাঠানো হয়েছিল। তাতে জরুরি পরিস্থিতি এবং কয়েকটি বিশেষ ইস্যুতে বিকেল চারটের পরেও ময়নাতদন্ত করার আর্জি জানিয়েছিল পুলিশ। তারপর সন্ধ্যায় ময়নাতদন্ত হয়েছিল। রাতেই সৎকার করা হয় তরুণীর দেহ। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধানকে এই চিঠি লিখে টালা থানার ওসি বলেছিলেন যে জরুরি পরিস্থিতি এটা।