Kasba । কসবায় কাউন্সিলার হত্যাচেষ্টার 'মাস্টারমাইন্ড' পুলিশের জালে, বাইক চেপে পালাচ্ছিল আততায়ী
Saturday, November 16 2024, 4:10 pm
Key Highlightsকসবায় কাউন্সিলারকে হত্যার চেষ্টার ঘটনায় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এক ব্যক্তিকে পাকড়াও করলো পুলিশ।
কসবায় কাউন্সিলারকে হত্যার চেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে পাকড়াও করলো পুলিশ। বাইকে চেপে হাওড়া হয়ে বর্ধমানের দিকে পালাচ্ছিল সে। সেই সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গলসি থানার পুলিশের তল্লাশি জালে ধরা পড়ে ইকবাল। ইকবালের আসল নাম আফরোজ খান। তার আরেকটা নাম গুলজার। ঘটনায় এর আগে ধৃত যুবরাজ সিংকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, মাত্র ১০ হাজার টাকা দিয়ে কাউন্সিলারকে মারার বরাত দেওয়া হয়েছিল তাদের।
- Related topics -
- হত্যার চেষ্টা
- কসবা
- খুনের চেষ্টা
- খুন
- বর্ধমান
- হাওড়া জেলা পুলিশ
- তৃণমূল কাউন্সিলার
- দুর্গাপুর
- পুলিশ
- রাজ্য পুলিশ
- রাজ্য

