Bangladesh | প্রবল বাগবিতন্ডা এবং অশান্তির মধ্যেই বাংলাদেশে গঠিত হলো নতুন ছাত্র দল 'গণতান্ত্রিক ছাত্র সংসদ'

Wednesday, February 26 2025, 3:54 pm
highlightKey Highlights

বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল। ছাত্রদের নিয়ে গঠিত এই রাজনৈতিক দল বা সংগঠনের নাম দেওয়া হয়েছে 'গণতান্ত্রিক ছাত্র সংসদ'।


হাসিনা সরকারের পতনের পর থেকেই পদ্মাপাড়ে অশান্ত বাংলাদেশ। আগেই ঘোষণা হয়েছিল আজ, বুধবার, ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। আজ নামপ্রকাশের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় দু'টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধল। এরই মাঝে ঘোষণা করা হলো নতুন এই রাজনৈতিক দল 'গণতান্ত্রিক ছাত্র সংসদ'। এদিন দুপুর ৩টে নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিক সম্মেলন করে নতুন দলের নাম, দলের শীর্ষ নেতৃত্ব এবং সচিবদের নাম ঘোষণা করা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File