Rashtrapati Bhavan | রাষ্ট্রপতি ভবনে ভারতীয় সংস্কৃতি, রীতিনীতির শোভা বৃদ্ধি! পাল্টানো হলো রাষ্ট্রপতি ভবনের নাম
Thursday, July 25 2024, 9:58 am
Key Highlightsআগেই বদলেছে সংসদভবনের ঠিকানাও। এবার বদলালো রাইসিনা হিলের দু'টি হলঘরেরও নামও।
আগেই বদলেছে সংসদভবনের ঠিকানাও। এবার বদলালো রাইসিনা হিলের দু'টি হলঘরেরও নামও। সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনের 'দরবার হলে'র নাম পাল্টে রাখা হল 'গণতন্ত্র মণ্ডপ'। অন্যদিকে, 'অশোক হলে'র নাম পাল্টে 'অশোক মণ্ডপ' করা হল। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই নাম বদলের ঘোষণা করেন। তিনি জানান,রাষ্ট্রপতি ভবনের বাতাবরণে যাতে ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধ এবং রীতিনীতি ফুটে ওঠে, তার জন্যই নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- রাষ্ট্রপতি
- দ্রৌপদী মুর্মু

