দেশ

Port Blair | বদলে গেলো পোর্ট ব্লেয়ারের নাম! ঔপনিবেশিক ছাপ সরানোর জন্যই নাম বদলের সিদ্ধান্ত

Port Blair | বদলে গেলো পোর্ট ব্লেয়ারের নাম! ঔপনিবেশিক ছাপ সরানোর জন্যই নাম বদলের সিদ্ধান্ত
Key Highlights

এক্স হ্যান্ডলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, পোর্ট ব্লেয়ারের নাম বদলে রাখা হলো 'শ্রী বিজয়া পুরম'।

পরিবর্তিত হলো পোর্ট ব্লেয়ারের নাম। এক্স হ্যান্ডলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, পোর্ট ব্লেয়ারের নাম বদলে রাখা হলো 'শ্রী বিজয়া পুরম'। ব্রিটিশ নৌসেনা অফিসার লেফটেন্যান্ট আর্চিবাল্ড ব্লেয়ারের নামে এই শহরের নামকরণ করা হয়েছিল। ঔপনিবেশিক ছাপ সরানোর জন্য এই নাম বদলের সিদ্ধান্ত। উল্লেখ্য,অতীতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপের নাম বদল করার সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। রস দ্বীপের বদলে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ, নীল দ্বীপের বদলে শহিদ দ্বীপ এবং হ্যাভলক দ্বীপের নাম রাখা হয়েছিল স্বরাজ দ্বীপ।