Bangabandhu National Stadium | ‘মেসি থেকে মহম্মদ আলী’ খেলেছেন তাবড় তাবড় খেলোয়াড়রা, ঢাকার এই স্টেডিয়াম থেকে মুছলো ‘বঙ্গবন্ধু’র নাম

এবার খেলার মাঠ থেকেও উৎখাত করার চেষ্টা মুজিব এবং তাঁর পরিবারকে! ঢাকার ঐতিহাসিক বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামও বদলে দিল ইউনুস প্রশাসন।
বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর শেষ ছায়াটুকুও যেন মুছতে চায় ইউনুস সরকার। খুলনা বিশ্ববিদ্যালয়ের পর এবার খেলার স্টেডিয়াম। ঢাকার ঐতিহাসিক 'বঙ্গবন্ধু স্টেডিয়াম'এর নাম বদলে দিল ইউনুস প্রশাসন। স্টেডিয়ামের নতুন নাম রাখা হচ্ছে 'জাতীয় স্টেডিয়াম, ঢাকা'। উপজেলা পর্যায়ে প্রায় ১৫০টি স্টেডিয়ামের নাম বদল হয়েছে আগেই তবে এই প্রথম জাতীয় পর্যায়ের কোনও স্টেডিয়ামের নাম বদল হলো বাংলাদেশে। ২০১১এ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে খেলে গিয়েছেন মহম্মদ আলি, লিওনেল মেসিরাও।