শহর কলকাতা

R G Kar Hospital | 'নির্দোষের উপর অত্যাচার হচ্ছে, ফাঁসানো হচ্ছে ছেলেকে’.. দাবি আরজি করের ঘটনায় ধৃত অভিযুক্তর মা-র

R G Kar Hospital | 'নির্দোষের উপর অত্যাচার হচ্ছে, ফাঁসানো হচ্ছে ছেলেকে’.. দাবি আরজি করের ঘটনায় ধৃত অভিযুক্তর মা-র
highlightKey Highlights

'ছেলেকে ফাঁসানো হচ্ছে' এমনই দাবি করলেন আরজি করের ঘটনায় ধৃত অভিযুক্তর মা।

'ছেলেকে ফাঁসানো হচ্ছে' এমনই দাবি করলেন আরজি করের ঘটনায় ধৃত অভিযুক্তর মা। আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য। ঘটনায় গ্রেপ্তার এক সিভিক ভলান্টিয়ার।দক্ষিণ কলকাতার একটি গলিতে বাড়ি যুবকের। চারটি বিয়ে করে সে, দাবি প্রতিবেশীদের। কিন্তু, কোনও বিয়েই তিন থেকে ছয় মাসের বেশি টেকেনি। এদিকে অভিযুক্তর মা বলেন, 'নির্দোষের উপর অত্যাচার হচ্ছে। যে অত্যাচার করল তার কিছু হল না। হয়তো ছেলেকে ফাঁসানো হচ্ছে।' যদিও তার দিদির দাবি একেবারেই আলাদা।