UTS | বাড়ছে UTS ব্যবহারের প্রবণতা, গত ১৫ দিনে রেকর্ড অঙ্কের টিকিট কাটলো যাত্রীরা
Sunday, July 27 2025, 5:22 pm

গত ১৫ দিনে প্রায় ৭৫,০০০ যাত্রী মোবাইল-অন-ইউটিএস অ্যাপ ডাউনলোড করেছেন।
সাধারণ মানুষের মধ্যে বাড়ছে UTS (আনরিজ়ার্ভড টিকিট বুকিং সিস্টেম) ব্যবহারের প্রবণতা। তথ্য বলছে, গত ১৫ দিনে রেকর্ড সংখ্যক মানুষ Mobile on UTS অ্যাপ ডাউনলোড করেছে। সংখ্যাটা প্রায় ৭৫,০০০। এই ১৫ দিনে UTS অ্যাপ ব্যবহার করে মোট ৪১, ৫৯, ৫২৮ জন যাত্রী ২,২৭,৮৬,৬৮৫ টাকার টিকিট কেটেছেন। শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটার কারণে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়। এই উদ্যোগ একদিকে টিকিট কাটার প্রক্রিয়াকে সহজ করেছে, তেমনই ডিজিটাল ভারত গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
- Related topics -
- দেশ
- ইউটিএস
- সুপারফাস্ট টিকিট বুকিং
- প্লাটফর্ম টিকিটের মূল্যবৃদ্ধি
- মাসিক টিকিট
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- রেল পরিষেবা