আন্তর্জাতিক

United Nations | পহেলগামের জঙ্গি হামলার কঠোর নিন্দা রাষ্ট্রপুঞ্জর, ভারতের সমর্থনে রয়েছে UN

United Nations | পহেলগামের জঙ্গি হামলার কঠোর নিন্দা রাষ্ট্রপুঞ্জর, ভারতের সমর্থনে রয়েছে UN
Key Highlights

পহেলগামের সন্ত্রাসবাদী হামলার অভিযুক্ত এবং যারা তাদের মদত দিচ্ছে, তাদের বিচারের আওতায় আনতে হবে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যরা।

২২ এপ্রিল সন্ত্রাসবাদী হামলায় পহলগাওঁর বৈসরণে মৃত্যু হয়েছে ২৬ জন নিরীহ পর্যটকের। হামলার পর বারবার সীমান্ত সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। এবার এই হামলার তীব্র নিন্দা করলো রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, "নিরাপত্তা পরিষদের সদস্যরা এই নিন্দনীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে। এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদের জবাবদিহি করতে হবে। অভিযুক্তদের বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।" সন্ত্রাস দমনে রাষ্ট্রকে সক্রিয় থাকতে বলেছে রাষ্ট্রপুঞ্জ।