Digha Jagannath temple | বাংলার মানুষের নামে সংকল্প করা মহাপ্রসাদ রওনা দিলো জেলায় জেলায়
Tuesday, June 10 2025, 5:48 am
Key Highlightsমহাপ্রভু জগন্নাথ দেবের সামনে নিবেদন করা ৩০০ কেজি খোয়া ক্ষীরের মহাপ্রসাদ রওনা হল জেলায়-জেলায় বিতরণের জন্য।
মন্দির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন দিগহর মন্দিরের প্রসাদ বাংলার ঘরে ঘরে পৌঁছে দেবেন। এবার সেই প্রক্রিয়া শুরু হলো। সোমবার সকাল দশটার মধ্যেই কলকাতা থেকে ৩০০ কেজি খোয়া ক্ষীর পৌঁছেছিল দিঘার মন্দিরে। সেই ক্ষীর নিবেদনের পর প্রত্যেকটি জেলার উদ্দেশ্যে প্রসাদ নিয়ে রওনা হয়েছে ‘রেফ্রিজারেটেড ভ্যান’। প্রতিটি ব্লকে গজা ও পেঁড়া তৈরি করছেন স্থানীয় ময়রারা। প্রসাদের বাক্সে থাকা সন্দেশের সঙ্গে মেশানো হচ্ছে প্রসাদি ক্ষীর। বাক্সে গজা, পেঁড়া, সন্দেশ ছাড়াও থাকছে দিঘার জগন্নাথ মন্দিরের একটি ছবি।
- Related topics -
- রাজ্য
- পর্যটন কেন্দ্র
- দিঘা
- জগন্নাথ মন্দির
- পশ্চিমবঙ্গ
- জেলা

