La. Ganesan | প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা নাগাল্যান্ডের রাজ্যপাল 'লা গনেশন'
Saturday, August 16 2025, 3:36 am
Key Highlightsপ্রয়াত নাগাল্যান্ডের রাজ্যপাল তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল লা গনেশন।
৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল লা গনেশন। গত ৮ই অগস্ট পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সার্জারি করা হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ২০২২এর জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের গভর্নর হিসেবে অতিরিক্ত দায়িত্ব সামলেছেন তিনি। পরে ২০২৩এর ২০ ফেব্রুয়ারি নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে শপথ নেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উন্নয়নে কীভাবে কাজ করেছেন লা গনেশন, তাঁর উল্লেখ্য করেছেন প্রধানমন্ত্রী।
- Related topics -
- দেশ
- রাজ্য
- westbengal
- রাজ্যপাল
- প্রয়াত
- নাগাল্যান্ড

