Bhopal Gas Tragedy । সরলো ভোপাল গ্যাস দুর্ঘটনার শেষ চিহ্ন, স্বস্তির নিঃশ্বাস ফেললো এলাকাবাসী

Thursday, January 2 2025, 2:10 pm
highlightKey Highlights

ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে সরানো হল ৩৩৭ মেট্রিক টন বর্জ্য। বর্জ্য সাফাইয়ের জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়। তারপরেই সরানো হল বর্জ্য।


১৯৮৪ সালের ২ ডিসেম্বর অভিশপ্ত ভোপাল দুর্ঘটনা কেড়ে নিয়েছিল লাখ প্রাণ। কারখানা চত্বর থেকে বিষাক্ত বর্জ্য সরানোর নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাই কোর্ট। নির্দেশ মেনে এদিন আগুন নিরোধক এবং এয়ারটাইট ১২টি কন্টেনারে ওই বর্জ্য পিথমপুরের বর্জ্য নিষ্কাশন প্ল্যান্টে পাঠানো হয়েছে। প্রতিটি কন্টেনারে ছিল প্রায় ৩০টন বর্জ্য। সেসময় আশপাশের ২০০ মিটার এলাকায় মানুষের যাতায়াত বন্ধ করে প্রশাসন। গোটা প্রক্রিয়ায় নিযুক্ত ছিলেন ১০০জন কর্মী এবং ১০০০ পুলিশকর্মী। ৯মাস ধরে বর্জ্য নষ্ট করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File