Russia Volcano | কামচাটকায় ৬০০ বছর পর জেগে উঠলো ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি, রবিতে ফের ভূমিকম্প রাশিয়ায়

Sunday, August 3 2025, 2:41 pm
highlightKey Highlights

কামচাটকায় ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে রাতারাতি দেখা গেল অগ্ন্যুৎপাত। ৬০০ বছরের পর ফের জেগে উঠল এই আগ্নেয়গিরি।


রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ রাশিয়ার সেভেরো কুরিলস্ক থেকে ১১৮ কিলোমিটার পূর্বে ৩৫ কিলোমিটার গভীরে ফের ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ৬.৭ মাত্রার কম্পনে কেঁপে উঠেছে রাশিয়ার কুরিল আইল্যান্ড। এদিকে কামচাটকায় ৬০০ বছর পর ফের জেগে উঠল রাশিয়ার ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি। রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের কামচাটকা বিভাগ জানিয়েছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ৬,০০০ মিটার (অর্থাৎ ৩.৭ মাইল) পর্যন্ত ছাইয়ের কুণ্ডলী উঠে গিয়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা ভূমিকম্পের এবং অগ্নুৎপাত সম্পর্কিত হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File