The Kerala Story | সেরা পরিচালকের পুরস্কার বাগালেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন!
Saturday, August 2 2025, 3:29 am

জাতীয় পুরস্কারে সেরা পরিচালকের পুরস্কার ছিনিয়ে নিলেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন।
১ আগস্ট, শুক্রবার ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নামের তালিকা প্রকাশ্যে এসেছে। তালিকায় সেরা পরিচালকের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন। ২০২৩ সালে মুক্তি পাওয়ার পরই এই ছবি নিয়ে বিতর্কের ঝড় ওঠে। বহু রাজ্যে নিষিদ্ধ হয় এই ছবি। যদিও বক্স অফিসের প্রায় ৫ কোটি মানুষ ছবিটা দেখেছে। পুরস্কার পেয়ে আপ্লুত সুদীপ্তবাবু জানালেন, ”জাতীয় স্তরের এই স্বীকৃতি, সব সমালোচনার মোক্ষম জবাব।” উল্লেখ্য, দ্য কেরালা স্টোরির সিনেম্যাটোগ্রাফারও সেরার পুরস্কার পেয়েছেন।