KOO App | বন্ধ হয়ে যাচ্ছে টুইটারকে টেক্কা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত ভারতীয় 'কু' অ্যাপ!
অংশীদারিত্বে অসফল হওয়া এবং প্রযুক্তি সংক্রান্ত অতিরিক্ত খরচের কারণে 'কু' অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে।
বন্ধ হয়ে যাচ্ছে এক্স তথা টুইটারের প্রতিদ্বন্দ্বী ভারতীয় অ্যাপ 'কু' (Koo App)। 'কু' অ্যাপের প্রতিষ্ঠাতা অপরামেয় রাধাকৃষ্ণ এবং মৈয়াঙ্ক বিদ্বতকা জানিয়েছেন, অংশীদারিত্বে অসফল হওয়া এবং প্রযুক্তি সংক্রান্ত অতিরিক্ত খরচের কারণে 'কু' অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে। 'কু' অ্যাপ জনপ্রিয়তা পাওয়ার পর প্রতিদিনের অ্যাক্টিভ ইউজারের সংখ্যা ছিল ২.১ মিলিয়নের আশপাশে। ৯০০০- এর বেশি ভিআইপি এই অ্যাপে অ্যাকাউন্ট খুলেছিলেন। টুইটারকে টেক্কা দিতেই এই অ্যাপ চালু হয়। এমনকি এর প্রতীক ছিল টুইটারের নীল পাখির প্রতিদ্বন্দ্বী হলুদ পাখি।
- Related topics -
- অন্যান্য
- ভাইরাল
- সোশ্যাল মিডিয়া
- কু অ্যাপ
- মোবাইল অ্যাপ