Apache AH-64E | ১৫ মাসের অপেক্ষার অবসান, অবশেষে অ্যাপাচি AH-64E অ্যাটাক হেলিকপ্টার হাতে পাচ্ছে ভারত

Sunday, July 20 2025, 6:29 pm
highlightKey Highlights

১৫ মাসেরও বেশি দেরির পর ভারতীয় সেনাবাহিনী অবশেষে অ্যাপাচি AH-64E অ্যাটাক হেলিকপ্টারের প্রথম ব্যাচ হাতে পাবে বলে আশা করা হচ্ছে।


২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ৬টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছিল ভারতীয় সেনাবাহিনী। পরিকল্পনা অনুসারে, তিনটি করে দুটি ব্যাচে ভারতে আসার কথা ছিল হেলিকপ্টারগুলোর। ১ বছরের বেশি সময় পার হলেও এখনও পৌঁছয়নি ভারতের বাহিনীর। অবশেষে পাওয়া গেলো গ্রীন সিগন্যাল। সূত্রের খবর, ২২ জুলাই ভারতীয় সেনাবাহিনীর বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হতে পারে প্রথম তিনটি হেলিকপ্টার। অ্যাপাচি বিশ্বের সবচেয়ে আক্রমণাত্মক হেলিকপ্টার হিসেবে বিবেচিত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File