Kharga Kamikaze Drone। ভারতীয় সেনাবাহিনী হাতে অত্যাধুনিক ড্রোন! প্রায় দেড় কিলোমিটার দূর থেকে চালাতে পারে হামলা

Tuesday, December 10 2024, 7:40 am
Kharga Kamikaze Drone। ভারতীয় সেনাবাহিনী হাতে অত্যাধুনিক ড্রোন! প্রায় দেড় কিলোমিটার দূর থেকে চালাতে পারে হামলা
highlightKey Highlights

ভারতীয় সেনাবাহিনীর হাতে এলো শক্তিশালী ড্রোন ‘খড়গা কামিকাজে’। এই ড্রোনের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল দুরন্ত গতিতে ছুটতে পারা।


ভারতীয় সেনাবাহিনীর হাতে এলো শক্তিশালী ড্রোন ‘খড়গা কামিকাজে’। এই ড্রোনের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল দুরন্ত গতিতে ছুটতে পারা। কর্মকর্তাদের দাবি প্রতি সেকেন্ডে প্রায় ৪০মিটার গতিতে উড়তে পরে এই ড্রোন। অত্যাধুনিক ‘খড়গা কামিকাজে’ ড্রোনটি ‘সুইসাইড ড্রোন’ হিসাবেও পরিচিত। এই ড্রোনের ওজন অত্যন্ত কম। ৭০০ গ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এই ড্রোন। রয়েছে জিপিএস নেভিগেশন সিস্টেম, হাই ডেফিনেশন ক্যামেরা। প্রায় দেড় কিলোমিটার দূর থেকে এই ড্রোন হামলা চালাতে পারে শত্রুর উপরে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File