ফের ভারতে দুটি সোনা এল, বিশ্ব যুব তিরন্দাজিতে জয় জয়কার ভারতীয় আর্চারদের
Monday, August 16 2021, 3:56 pm
Key Highlightsভারত আর্চারিতে আশানুরূপ ফল করতে পারেনি টোকিও অলিম্পিক্সে। আশা থাকলেও ভারতের হয়ে কোনও পদক আনতে পারেননি দীপিকা কুমারিরা। তবে এবার সেই ব্যর্থতার রেশ কাটিয়ে বিশ্ব যুব তিরন্দাজি প্রতিযোগিতায় ফের সোনা জিতল যুব ভারতীয় তিরন্দাজরা। লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব যুব তিরন্দাজিতে ফের ২টি সোনা জিততে সক্ষম হলেন ভারতীয় তিরন্দাজরা। ভারতীয় দল মোট ১৫টি পদক জিতল যার মধ্যে রয়েছে মোট ৮টি সোনা।
- Related topics -
- খেলাধুলা
- তিরন্দাজ
- ভারতীয় তিরন্দাজ
- ভারত

