IFA Shield | কালীপুজোর আগেই হবে আইএফএ শিল্ড! দীর্ঘ চার বছর পর আবার শিল্ড লড়াইয়ে ইস্টবেঙ্গল-মোহনবাগানরা
Sunday, September 21 2025, 5:41 am

৮ অক্টোবর থেকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান, ডায়মন্ড হারবার-সহ ৬টি দল নিয়ে শুরু হতে চলেছে আইএফএ শিল্ড।
শিল্ড আয়োজনের জন্য ভারতীয় ফেডারেশনকে চিঠি পাঠিয়েছিল আইএফএ। চিঠির জবাব পেতেই শনিবার বৈঠকের পর বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থার সচিব অনির্বাণ দত্ত জানালেন, "২৫ অক্টোবর সুপার কাপ শুরু। তার আগে শেষ করতে হবে শিল্ড। ফেডারেশনের তরফে এটাই বলা হয়েছে আমাদের। ৬ অক্টোবর লক্ষ্মীপুজো। ২০ তারিখ কালীপুজো। তাই আমাদের লক্ষ্য, ৮ অক্টোবর থেকে শিল্ড শুরু করা। প্রতিযোগিতা চলবে ১৭-১৮ অক্টোবর পর্যন্ত। আমরা এটা নিয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসব।” মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান সহ ৬টি দল নিয়ে শুরু হতে চলেছে আইএফএ শিল্ড।