Makar Sankranti | গত ১২ বছরের উষ্ণতম মকর সংক্রান্তি! আগামী কয়েকদিন বদলাবে না আবহাওয়া
Tuesday, January 14 2025, 6:15 am
Key Highlights
কলকাতা ও দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের উপর।
গত ১২ বছরে সবচেয়ে উষ্ণতম মকর সংক্রান্তি এবারে। এদিন কলকাতা ও দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের উপর। আশেপাশের জেলাগুলিতে তাপমাত্রা একটু কম হলেও গত ১২ বছরে এটাই সবচেয়ে উষ্ণ মকর সংক্রান্তি। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮ জানুয়ারির আগে তাপমাত্রা খুব একটা বদলের সম্ভাবনা নেই। আসলে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে। যার জেরে ধাক্কা খাচ্ছে উত্তুরে হাওয়ার অবাধ গতিপথ। এছাড়া জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। জোড়া বাধার কারণেই শীত কমছে আসতে আসতে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- মকর সংক্রান্তি
- শীত
- শীত ঋতু