Balochistan | বালোচ বিদ্রোহীদের কবল থেকে উদ্ধার পণবন্দিরা, ৫০ জন সেনাকর্মীকে খুন করেছে বালোচ লিবারেশন আর্মি
Wednesday, March 12 2025, 6:03 pm
Key Highlightsপ্রায় ৩০ ঘণ্টা পর বালোচ বিদ্রোহীদের কবল থেকে উদ্ধার করা হল পণবন্দিদের। সূত্রের খবর, বুধবার রাতের দিকে পণবন্দিদের সকলকে উদ্ধার করার কাজ শেষ হয়।
মঙ্গলবার বালোচিস্তান প্রদেশে যাত্রীসহ একটি ট্রেন হাইজ্যাক করে বালোচ বিদ্রোহীরা। পাক সেনাকর্মী থেকে শুরু করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও নিরাপত্তা বাহিনীর অনেকেই ছিলেন ওই ট্রেনে। বিদ্রোহীদের দাবি ছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক বন্দিদের মুক্তি না দিলে পণবন্দিদের খুন করা হবে। তবে ৩০ ঘন্টার মধ্যেই বুধবার রাতে বালোচ বিদ্রোহীদের কবল থেকে ৩৪৬ জন পণবন্দিকে উদ্ধার করেছে পাক সেনা। বালোচ বিদ্রোহীরা জানিয়েছেন ৫০ জন পাক সেনাকর্মীকে খুন করেছে তারা।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাক-সেনা
- পাক সরকার
- উদ্ধারকারী
- অপহরণ
- দুষ্কৃতী হামলা

