WB HS Result 2025 | উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল ঘোষণা শিক্ষা সংসদের, কোন জেলায় পাশের হার কত?

পরীক্ষার ৩৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
পরীক্ষার ৩৯ দিনের মাথায় শুক্রবার উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর সর্বাধিক পাশের হার দক্ষিণ ২৪ পরগনায়। হার ৯৬.৭২ শতাংশ। বাকি জেলার পাশের হার এক নজরে: নদিয়া ৯৬.৬৪, পূর্ব মেদিনীপুর ৯৬.৫৯, হাওড়া ৯৬.০৭, হুগলি ৯৫.৮২, উত্তর ২৪ পরগনা ৯৫.৬১, পশ্চিম মেদিনীপুর ৯৫.৩০, দক্ষিণ দিনাজপুর ৯৪.৮৯, পূর্ব বর্ধমান ৯৪.৪৯, ঝাড়গ্রাম ৯৩.৯০, কালিম্পং ৯৩.৮৮, কলকাতা ৯৩.৭৭, কোচবিহার ৯৩.১২, বাঁকুড়া ৯২.৫৬, দার্জিলিং ৯১.৯০, পশ্চিম বর্ধমান ৯১.৬৮, জলপাইগুড়ি ৯১.৫৪, আলিপুরদুয়ার ৯১.৩৫, বীরভূম ৯১.২৩, মুর্শিদাবাদ ৯০.৮২, মালদহ ৮৯.৪৫, পুরুলিয়া ৮৮.৫৫, উত্তর দিনাজপুর ৮৭.১২।
