Beldanga | প্রয়োজন হলে বেলডাঙায় আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, মৌখিক পরামর্শ হাইকোর্টের!

Tuesday, January 20 2026, 9:57 am
Beldanga | প্রয়োজন হলে বেলডাঙায় আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, মৌখিক পরামর্শ হাইকোর্টের!
highlightKey Highlights

গত ১৬ জানুয়ারি মুর্শিদাবাদের বেলডাঙায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।


গত ১৬ জানুয়ারি মুর্শিদাবাদের বেলডাঙায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। গোলমাল হয় ১৭ জানুয়ারিও।এরপর কলকাতা হাইকোর্টে দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামানোর পরামর্শ দিলো হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এ দিন মৌখিক ভাবে জানিয়েছে, সামশেরগঞ্জে অশান্তির পরে সেখানে এখনও পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। তাদের ব্যবহার করা হতে পারে। যদি আরও বাহিনীর প্রয়োজন হয় তা হলে কেন্দ্র সেই ব্যাপারে পদক্ষেপ করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File