SSC | ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি
পিছিয়ে গেল এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে আগামী ১২ ডিসেম্বর।
পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে আগামী ১২ ডিসেম্বর। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করার হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, এই মামলার সঙ্গে যুক্ত পাঁচ পক্ষ অর্থাৎ রাজ্য, এসএসসি, সিবিআই, মূল মামলাকারী এবং যাঁদের চাকরি নিয়ে বিতর্ক, তাঁদের বক্তব্য শুনে পরবর্তী নির্দেশ দেওয়া হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- এসএসসি
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত