WBUHS | পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের নাম ঘোষণা করলো স্বাস্থ্যদপ্তর

Wednesday, February 26 2025, 4:16 am
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করা হল বিশিষ্ট চিকিৎসক মুকুল ভট্টাচার্যকে।


গত জুলাই মাসে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে সার্চ কমিটি গঠন করতে বলেছিল সুপ্রিম কোর্ট। এবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে বিশিষ্ট চিকিৎসক মুকুল ভট্টাচার্যকে নিয়োগ করা হল। মঙ্গলবার স্বাস্থ্যদপ্তরের প্রধান সচিব নারায়ণস্বরূপ নিগম এই নিয়োগের কথা জানান। ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি অ্যাক্ট ২০০২ অনুযায়ী এই নিয়োগ করা হয়েছে। আগামী ৩ বছর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলাবেন তিনি। গত ৪ বছর ধরে এসএসকেএম হাসপাতালে অস্থিশল্য বিভাগে কর্মরত রয়েছেন মুকুলবাবু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File