DGHS | মধ্যপ্রদেশে শিশুমৃত্যুর জের, ২ বছরের কম বয়সি শিশুদের কাফ সিরাপ দেওয়ায় নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের!

Friday, October 3 2025, 4:57 pm
highlightKey Highlights

কেন্দ্রীয় সরকার শিশুদের ক্ষেত্রে কাফ সিরাপ প্রেসস্ক্রাইব করা নিয়ে বাড়তি সতর্কতার নির্দেশিকা জারি করল।


মাত্র ১৪ দিনের মধ্যে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায় বিষাক্ত কফ সিরাপ খেয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। কফ সিরাপ পরীক্ষা করার জন্য ওই সিরাপ খেয়ে জ্ঞান হারিয়েছেন চিকিৎসকও। এরপরই কেন্দ্রীয় সরকার শিশুদের ক্ষেত্রে কাফ সিরাপ প্রেসস্ক্রাইব করা নিয়ে বাড়তি সতর্ক হয়েছে কেন্দ্র। শুক্রবার ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেসের (DGHS) তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ২ বছরের কম বয়সি শিশুদের কাফ সিরাপ দেওয়া যাবে না। সর্দিকাশির ওষুধও ২ বছরের নীচে ব্যবহার না করাই উচিত, বলেছে DGHS।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File