GST Council | জিএসটি কাউন্সিলে বড়ো পরিবর্তন, দাম কমলো কোন কোন দ্রব্যের?

Wednesday, September 3 2025, 5:48 pm
highlightKey Highlights

জিএসটি নিয়ে কেন্দ্রের প্রস্তাবে সিলমোহর দিল জিএসটি কাউন্সিল। এখন থেকে ৫% ও ১৮% - এই দুই স্ল্যাবে জিএসটি থাকবে।


কেন্দ্রের প্রস্তাবে সিলমোহর দিল জিএসটি কাউন্সিল। এখন থেকে ১২% ও ২৮%এর স্ল্যাবের বদলে শুধুমাত্র ৫ ও ১৮ শতাংশের স্ল্যাব থাকবে। ২২ সেপ্টেম্বর থেকে লাগু হবে নতুন জিএসটি রেট। ঘি, চিজ়, ভারতীয় রুটি ছাড়াও ব্যক্তিগত জীবনবিমা, স্বাস্থ্যবিমায় জীবনবিমা, ক্যান্সারের ওষুধ ও আরও কিছু জীবনদায়ী ওষুধের উপর জিএসটি শূন্য করা হলো। এসি মেশিন, ৩২ ইঞ্চির টিভি, সিমেন্ট, গাড়ির যন্ত্রাংশের উপর জিএসটি কমিয়ে ১৮ শতাংশ করা হলো। তেল, শ্যাম্পু নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং হস্তশিল্প, শ্রম নির্ভর শিল্পের উপর জিএসটি কমিয়ে ৫ শতাংশে আনা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File