Rare Earth Magnet | বিরল খনিজ উৎপাদনে উৎসাহী ভারত! ৭২০০ কোটির প্রকল্পে ছাড়পত্র কেন্দ্র-র
Wednesday, November 26 2025, 6:00 pm
Key Highlightsরেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট তথা বিরল খনিজ উৎপাদনে দেশকে আত্মনির্ভর করার লক্ষ্যে বড় পদক্ষেপ করল মোদি সরকার
বুধবার রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট তথা বিরল খনিজ উৎপাদন প্রকল্পের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন সাংবাদিকদের বলেছেন, ”এই প্রকল্পে বিরল খনিজ উৎপাদনে উৎসাহিত করবে। লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বছরে ৬ হাজার ম্যাট্রিক টন।” এই প্রকল্পে মোট ৭২৮০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। বছরে ১২০০ ম্যাট্রিক টন বিরল খনিজ তৈরির জন্য পাঁচটি ইউনিট তৈরীর নির্দেশ দিয়েছে কেন্দ্র। এর ফলে ভারতের চিন নির্ভরতা কমবে। উল্লেখ্য, ভারতে আনুমানিক ৬.৯ মিলিয়ন টন এমটিপিএ মজুদ রয়েছে।

