R G Kar | বুধবার ‘রাত দখল' কর্মসূচিতে পথে ‘তিলোত্তমা'র পরিবার, 'মেয়ে দুর্নীতির বলি হয়েছে' বললেন নির্যাতিতার বাবা
Tuesday, September 3 2024, 3:04 pm
Key Highlightsবারাকপুরে ৪ সেপ্টেম্বর ‘রাত দখল’ আন্দোলন শুরু, মৃত চিকিৎসকের পরিবারও অংশ নেবে ন্যায়ের দাবিতে।
১৪ আগস্টের পর বুধবার ফের ‘রাত দখলে’র ডাক। তবে এবার আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে আমজনতার সঙ্গে পথে নামতে পারেন নির্যাতিতার পরিবারও। এই প্রসঙ্গে ‘তিলোত্তমা'র বাবা জানিয়েছেন, “রাত দখলে পরিবারের সদস্যরা থাকবে। আমরা যাব কি না, গেলে কখন যাব, এখনও ঠিক হয়নি। তবে, গেলে আর জি করেই যাব।” তিনি আরও বলেন, “সন্দীপ ঘোষ দুর্নীতি মামলায় ধরা পড়েছে। আমাদের মেয়ের ব্যাপারে তো ধরা পড়েনি। আমার মেয়ে দুর্নীতির বলি হয়েছে বলেই মনে করছি।”
- Related topics -
- আর জি কর কান্ড
- শহর কলকাতা
- ক্রাইম
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল

