Monkeypox | ভারতে মাঙ্কিপক্সে প্রথম আক্রান্তের হদিশ! ফিরে আসবে করোনার মতো পরিস্থিতি?
Monday, September 9 2024, 1:53 pm
Key Highlights
আগেই মাঙ্কিপক্স নিয়ে গোটা বিশ্বকে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার ভারতে সেই মাঙ্কিপক্সে প্রথম আক্রান্তের হদিশ মিললো।
আগেই মাঙ্কিপক্স নিয়ে গোটা বিশ্বকে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার ভারতে সেই মাঙ্কিপক্সে প্রথম আক্রান্তের হদিশ মিললো। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিদেশ ফেরত যে ব্যক্তির নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছিল তাঁর রিপোর্ট পজ়িটিভ এসেছে। কেন্দ্রের বিবৃতিতে জানানো হয়েছে,পশ্চিম আফ্রিকার ক্লেড২ গোত্রের মাঙ্কিপক্স ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে ওই ব্যক্তির শরীরে। তবে ক্লেড২ ভ্যারিয়ান্টের মাঙ্কিপক্স বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিহ্নিত করা 'পাবলিক হেলথ ক্যাটিগরি'তে পড়ছে না। এক্ষুনি তাঁর থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার কোনও ঝুঁকি নেই।