Germany | দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম, জার্মানির থুরিঙ্গিয়া রাজ্যে প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচনে জয় উগ্র ডানপন্থী দল AfDর

Monday, September 2 2024, 6:59 am
highlightKey Highlights

জার্মানির পূর্বাঞ্চলীয় থুরিঙ্গিয়া রাজ্যে প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচনে 'ঐতিহাসিক' জয় উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি(এএফডি) এর।


জার্মানির পূর্বাঞ্চলীয় থুরিঙ্গিয়া রাজ্যে প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচনে 'ঐতিহাসিক' জয় উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি(এএফডি) এর। অভিবাসন বিরোধী দলটি প্রায় এক তৃতীয়াংশ ভোট পেয়েছে এবং রাজ্যে রক্ষণশীল সিডিইউ থেকে ৯ পয়েন্ট এগিয়ে রয়েছে। দলটি জার্মানির তিনটি শাসক দলের চেয়েও এগিয়ে ছিল। এই ফলাফলটি ঐতিহাসিক কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো রাজ্য সংসদ নির্বাচনে অতি ডানপন্থী দল জিতেছে। দলটি থুরিঙ্গিয়া রাজ্যে ইতিহাস সৃষ্টি করলেও, এটি স্যাক্সনি রাজ্যের অধিক জনবহুল প্রতিবেশী রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File