I-PAC | আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে ED, আগেই ক্যাভিয়েট দাখিল রাজ্যের!

Saturday, January 10 2026, 10:10 am
I-PAC | আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে ED, আগেই ক্যাভিয়েট দাখিল রাজ্যের!
highlightKey Highlights

শুক্রবারই ইডির দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট।


আইপ্যাক কান্ডের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। শুক্রবারই ইডির দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, মামলার শুনানি হবে ১৪ জানুয়ারিই। এরপরেই কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলে খবর। সোমবারই এই সংক্রান্ত মামলা ফাইল করা হতে পারে বলেও খবর। তবে তার আগেই ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার। একতরফা শুনানি ঠেকাতে আজ শনিবার সুপ্রিম কোর্টে এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File