Durand Cup | এবার ডুরান্ড কাপ দেখতে পারবেন বিনামূল্যে, দিতে হবে না প্রবেশমূল্য! ঘোষণা কতৃপক্ষের

ডুরান্ড কাপে দর্শকদের জন্য স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করল ডুরান্ড কাপ আয়োজক কমিটি।
এশিয়ার অন্যতম পুরনো টুর্নামেন্ট ডুরান্ড কাপ। এবার দর্শক টানতে অভিনব উদ্যোগ নিলো ডুরান্ড কাপ আয়োজক কমিটি। শুক্রবার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জামশেদপুরে JRD টাটা স্পোর্টস কমপ্লেক্সে প্রথম ম্যাচের জন্য ২৩ ও ২৪ জুলাই স্টেডিয়ামের বক্স অফিস থেকে বিনামূল্যে টিকিট বিতরণ করা হবে। প্রায় ২২ হাজার ৫০০ সিট ভরাতে মাথাপিছু ৪ খানা করে টিকিট দেওয়া হবে। আগে আসার ভিত্তিতে দেওয়া হবে পাস। দ্বিতীয় ম্যাচে লাগবেনা টিকিটও। দর্শকদের জন্যে খুলে দেওয়া হবে ৪, ৫, ৬ ও ৭ নম্বর গেট।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ডুরান্ড কাপ
- জামশেদপুর