খেলাধুলা

Durand Cup 2024 । চলতি মাসেই শুরু হবে শতাব্দীপ্রাচীন টুর্নামেন্ট ডুরান্ড কাপ! খেলবে ২৪টি দল!

Durand Cup 2024 । চলতি মাসেই শুরু হবে শতাব্দীপ্রাচীন টুর্নামেন্ট ডুরান্ড কাপ! খেলবে ২৪টি দল!
Key Highlights

২৭ জুলাই থেকে শুরু হবে সর্বভারতীয় শতাব্দীপ্রাচীন টুর্নামেন্ট ডুরান্ড কাপ। ১৩৩তম ডুরান্ড কাপ চলবে ৩১ অগস্ট পর্যন্ত।

২৭ জুলাই থেকে শুরু হবে সর্বভারতীয় শতাব্দীপ্রাচীন টুর্নামেন্ট ডুরান্ড কাপ। ১৩৩তম ডুরান্ড কাপ চলবে ৩১ অগস্ট পর্যন্ত। টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নেবে। আইএসএল ও আই লিগের দলগুলি ছাড়াও সেনাবাহিনীর একাধিক দল এবং আমন্ত্রিত দলও অংশ নেবে। এ বারও বিদেশি দলের আসন্ন ডুরান্ড কাপে খেলার কথা রয়েছে বলে জানান লেফটেন্যান্ট জেনেরাল রাম চন্দর তিওয়ারি। ডুরান্ড কাপের ম্যাচগুলি টিভিতে সরাসরি সম্প্রচার করবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং লাইভ স্ট্রিমিং হবে সোনি লিভ ওটিটি প্ল্যাটফর্মে।