India Women's Football Team | মহিলা এশিয়ান কাপের বাছাই পর্বের ড্র ঘোষিত হলো, B গ্রুপে ভারত, প্রতিপক্ষ কারা?
Thursday, March 27 2025, 4:36 pm
Key Highlights২০২৬ সালে রয়েছে এএফসি মহিলা এশিয়ান কাপ। তার আগে রয়েছে এই পর্বের বাছাই পর্ব। ভারতীয় মহিলা ফুটবল দল তাতে অংশগ্রহণ করবে।
কুয়ালা লামপুরের এএফসি হাউসে মহিলা এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। তাতে B গ্রূপে ভারতের সাথে রয়েছে থাইল্যান্ড, মঙ্গোলিয়া, পূর্ব তিমুর এবং ইরাক। ভারতের ফিফা র্যাঙ্কিং ৬৯, থাইল্যান্ডের ৪৭। অতএব মূলপর্বে পৌঁছনো ভারতের জন্যে মোটেও সহজ হবে না। ২০২৬এ এএফসি মহিলা এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে। সিডনি, পার্থ এবং গোল্ড কোস্ট এই তিনটি ভেন্যুতে হবে এশিয়ান কাপ। মূলপর্বে পৌঁছতে গেলে বাছাই পর্বে কোয়ালিফাই করতে হবে ভারতকে। আর সেখানেই ভারতের মুখোমুখি হবে শক্তিশালী থাইল্যান্ড।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল
- মহিলা ফুটবলার
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ভারতীয় দল
- এশিয়া কাপ
- এশিয়া
- ভারতীয়

