Kolkata Book Fair 2026 | ঢাকে কাঠি ৪৯তম বই-উৎসবের, কলকাতা বইমেলার আসর বসছে জানুয়ারিতেই!
Monday, November 3 2025, 1:49 pm
Key Highlightsদ্য পার্ক হোটেলে সাংবাদিক সম্মেলনে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানান হল, ২২ জানুয়ারি (২০২৬)-এ মেলার উদ্বোধন।
সোমবার দ্য পার্ক হোটেলে সাংবাদিক সম্মেলনে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে ৪৯তম কলকাতা বইমেলার দিনক্ষণের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। গিল্ড জানিয়েছে, ২২ জানুয়ারি (২০২৬)এ মেলার উদ্বোধন। মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সল্টলেক করুণাময়ীর বইমেলা প্রাঙ্গনেই হবে বইমেলা। এই বছরের থিম কান্ট্রি 'আর্জেন্টিনা'। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের বইমেলায় অংশ নেবে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কলম্বিয়া, স্পেন, পেরু, জাপান, থাইল্যান্ড, এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ।

