Ganesh Chaturthi 2025 Tithi | গণপতি বাপ্পার আগমন, কাল কটা অবধি করতে পারবেন পুজো? শুভ সময়ই বা কখন? জেনে নিন

Tuesday, August 26 2025, 4:51 pm
highlightKey Highlights

ভাদ্রের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে চতুর্দশী তিথি পর্যন্ত চলে গণপতির বিশেষ আরাধনা।


এবছর গণেশ চতুর্থীর তিথি শুরু হচ্ছে ২৬ অগস্ট ২০২৫। ২৬ অগস্ট অর্থাৎ আজ মঙ্গলবার দুপুর ১ টা ৫৪ মিনিটে এই তিথি পড়ে গিয়েছে। তবে তিথি থাকবে ২৭ অগস্ট পর্যন্ত। ২৭ অগস্ট ৩ টে ৪৪ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে। গণেশের পুজোর বিশেষ মুহূর্ত ২৭ অগস্ট বেলা ১১ টা ০৫ থেকে শুরু হবে। জ্যোতিষ তথ্য বলছে, কলকাতায় এই পুজোর বিশেষ সময়কাল ২৭ অগস্ট ২০২৫ সালে বেলা ১০ টা ২২ মিনিট থেকে শুরু হচ্ছে, আর তা শেষ হবে বেলা ১২ টা ৫৪ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে, দেশ জুড়ে বুধবার পালিত হবে গণেশ চতুর্থী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File