Rural Poverty | দেশে কমছে দারিদ্রের হার! গ্রামীণ এলাকায় দারিদ্রের হার রয়েছে ৫ শতাংশের নীচে
Sunday, January 5 2025, 7:58 am
Key Highlights
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিসার্চ রিপোর্ট অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ অর্থবর্ষে দারিদ্রের হার কমে হয়েছে ৪.৮৬ শতাংশ।
ভারতে কমছে দারিদ্রের হার। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিসার্চ রিপোর্ট অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ অর্থবর্ষে দারিদ্রের হার কমে হয়েছে ৪.৮৬ শতাংশ। ২০১১ থেকে ২০১২ সালে তাঁর এই হার ছিল ২৫.৭ শতাংশ। স্টেট ব্যাঙ্কের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সৌমকান্তি ঘোষ বলেছেন, গ্রামীণ এলাকায় দারিদ্রের হারে ২০২২ থেকে ২৩ সালেই ৭.২ শতাংশে নেমেছিল। ২০২৩ থেকে ২৪ অর্থবর্ষে তা ৫ শতাংশের নীচে নেমেছে। প্রতি মাসে মাথাপিছু খরচ করার ক্ষমতা বাড়িয়েই সাম্প্রতিক এই হিসাব করা হয়েছে।