Rekha Sharma | জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিলেন 'বিতর্কিত' রেখা শর্মা
Wednesday, August 7 2024, 12:47 pm
 Key Highlights
Key Highlightsপ্রায় ৬ বছর মহিলা কমিশনের শীর্ষস্থানে থাকার পর মঙ্গলবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিয়েছেন রেখা শর্মা।
জাতীয় মহিলা কমিশন ছাড়লেন রেখা শর্মা। প্রায় ৬ বছর মহিলা কমিশনের শীর্ষস্থানে থাকার পর মঙ্গলবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, রেখা শর্মা কাজ করেন বিজেপির ইশারায়। তাঁর আমলে মহিলা কমিশনের নিরপেক্ষতা লঙ্ঘিত হয়েছে। এমনকী একাধিক বিরোধী দলের নেতানেত্রীর বিরুদ্ধে মামলাও করেছে জাতীয় মহিলা কমিশন। রেখা শর্মার মহিলা কমিশন থেকে পদত্যাগের পর মোদি সরকার তাঁকে অন্য কোনও দায়িত্ব দিতে পারে বলে মনে করা হচ্ছে।

 
 