ভারতীয় রেল

Kanchanjunga Express । চালক-স্টেশন মাস্টারদের যথাযথ প্রশিক্ষণের অভাবেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা? রিপোর্ট প্রকাশ করলো রেল কর্তৃপক্ষ!

Kanchanjunga Express । চালক-স্টেশন মাস্টারদের যথাযথ প্রশিক্ষণের অভাবেই  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা? রিপোর্ট প্রকাশ করলো রেল কর্তৃপক্ষ!
Key Highlights

কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্টে একাধিক গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে।

১৭ জুন উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মৃত্যু হয় ১১ জনের। এবার সেই দুর্ঘটনায় রিপোর্ট জমা পড়ল। কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্টে একাধিক গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে। যার  মধ্যে রয়েছে চালক, স্টেশন মাস্টারদের যথাযথ প্রশিক্ষণের অভাব, ট্রেন অপারেশনে একাধিক ত্রুটি। সিগন্যাল সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন না চালক। পেপার মেমো পাওয়ার পর সিগন্যালের ত্রুটি বুঝতে না পেরে কাঞ্চনজঙ্ঘার চালক ওই লাইনেই ট্রেনটিকে নিয়ে যান। ফলে উলটোদিক থেকে আসা মালগাড়ির সঙ্গে ধাক্কা অবধারিত ছিল।