Mamata Banerjee | জুনিয়র ডাক্তারদের কিছু দাবি মানলেন মুখ্যমন্ত্রী, কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হবে বিনীত গোয়েলকে

Monday, September 16 2024, 6:46 pm
highlightKey Highlights

জুনিয়র ডাক্তারদের ৫টি দাবির মধ্যে ৩টে দাবি মেনে নেওয়া হয়েছে, জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক শেষে প্রায় রাত ১২টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


জুনিয়র ডাক্তারদের ৫টি দাবির মধ্যে ৩টে দাবি মেনে নেওয়া হয়েছে, জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক শেষে প্রায় রাত ১২টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নিজের বাসভবনের বাইরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান,কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হবে। মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার পদে থাকবেন বিনীত। তারপর নয়া পুলিশ কমিশনার পাবে কলকাতায়। সঙ্গে ডিএমই, ডিএইচএসকেও সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবেনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File