Champions Trophy | চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটলো না জট! শনিবার ফের আলোচনায় বসবে ICC
Friday, November 29 2024, 12:29 pm
Key Highlightsআজ এই টুর্নামেন্ট নিয়ে আলোচনায় বসে আইসিসি। কিন্তু তাতেও সদুত্তর মেলেনি।
অব্যাহত রইলো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক। আজ এই টুর্নামেন্ট নিয়ে আলোচনায় বসে আইসিসি। কিন্তু তাতেও সদুত্তর মেলেনি। জানা যাচ্ছে, জটিলতা কাটানোর চেষ্টা ব্যাহত হয়েছে মূলত পাকিস্তানের অনড় অবস্থানের জন্য। শনিবার ফের আলোচনায় বসবে আইসিসি। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না তা আগেই জানিয়ে দিয়েছিলো ভারত। সেক্ষেত্রে বিকল্প বলতে রয়েছে হাইব্রিড মডেল। কিন্তু এই ফরম্যাটে প্রবল আপত্তি পাক বোর্ড তথা পিসিবির।

