Alipore Zoo | চিড়িয়াখানায় জন্তু উধাওয়ের ঘটনায় শুরু তদন্ত, তিন সদস্যের টিম পাঠালো সেন্ট্রাল জু অথরিটি

Friday, July 25 2025, 11:07 am
highlightKey Highlights

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে,সেন্ট্রাল জু অথরিটি তিন সদস্যের টিম পাঠিয়েছে কলকাতা।


কলকাতার আলিপুর চিড়িয়াখানা চিড়িয়াখানায় নথিভুক্ত প্রাণীর সংখ্যা হঠাৎ করে ৬৭২ থেকে নেমে এসে দাঁড়িয়েছে মাত্র ৩৫১তে। উধাও ৩২১টি প্রাণী। এই নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই মামলায় তদন্তের স্বার্থে মহানগরে এসেছে সেন্ট্রাল জু অথরিটি তিন সদস্যের টিম। এই টিম চিড়িয়াখানা থেকে যে সমস্ত প্রাণীদের অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে সেই সংখ্যা মিলিয়ে দেখবে। চলতি আর্থিক বছর সহ অতীতেও যে সমস্ত পশুদের অন্য চিড়িয়াখানায় পাঠানো হয়েছে তার হিসেব মিলিয়ে দেখা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File