Onion Export Tax | পেঁয়াজের উপর ২০ শতাংশ রপ্তানি শুল্ক বা এক্সপোর্ট ডিউটি প্রত্যাহার করলো কেন্দ্র সরকার!

Monday, March 24 2025, 5:45 am
highlightKey Highlights

১ এপ্রিল থেকে পেঁয়াজের উপর ২০ শতাংশ রপ্তানি শুল্ক বা এক্সপোর্ট ডিউটি আর থাকবে না।


২০২৪ সালে ১৩ সেপ্টেম্বর থেকে পেঁয়াজের রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছিল। এবার সেই শুল্ক প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। ১ এপ্রিল থেকে পেঁয়াজের উপর ২০ শতাংশ রপ্তানি শুল্ক বা এক্সপোর্ট ডিউটি আর থাকবে না।কনজ়িউমার অ্যাফেয়ার্স মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ‘পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি হওয়া এবং দাম নিয়ন্ত্রণে আসায় স্বস্তি ফিরেছে। ২০২৩ সালের অগস্ট থেকে পেঁয়াজের উৎপাদন কমেছিল, দাম বেড়েছিল। সে জন্যই তখন রপ্তানি শুল্ক চাপানো হয়েছিল।’ উল্লেখ্য, পেঁয়াজের রপ্তানিতে বিশ্বের মধ্যে প্রথম সারিতে রয়েছে ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File